রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তর বংগের একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান ।৬৫ একর জমির উপর প্রতিষ্ঠিত এই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় ১৯৬৬ সালে ।১৯৭৬ সালের ১৯ শে র্মাচ তৎকালীন সরকারের স্থাস্হ্য বিষয়ক উপদেষ্টা জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ ইব্রাহিম এই হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । তখন থেকেই হাসপাতালের সেবা কার্য্যক্রম শুরু হয় । এই হাসপাতালের শয্যা সংখ্যা ১০০০ টি ।এই হাসপাতালের স্বাস্থ্য সেবাকার্য্যক্রমকে কয়েকভাগে ভাগ করা যায় । এখানে আছে ইনডোর বিভাগ , আউটডোর বিভাগ , জরুরী বিভাগ ও এ্যাম্বুলেন্স সার্ভিস । তাছাড়াও ডায়রিয়া ট্রেনিং ইউনিট , ইপিআই প্রোগ্রাম , ইওসি কার্য্যক্রম , ডটস কর্ণার , এম,আর ক্লিনিক , মডেল ফ্যামিলি প্লানিং ক্লিনিক , ব্রেষ্ট ফিডিং সেন্টার , সমাজ সেবা কার্য্যক্রম ইত্যাদি ।অত্র এলাকার ৮ টি জেলার বিপুল পরিমান দুস্থ জনগনের সেবা কার্য্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে । এক নজরে মেডিকেল কলেজ হাসপাতাল
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS