Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তর বংগের একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান ।৬৫ একর জমির উপর প্রতিষ্ঠিত এই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় ১৯৬৬ সালে ।১৯৭৬ সালের ১৯ শে র্মাচ তৎকালীন সরকারের স্থাস্হ্য বিষয়ক উপদেষ্টা জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ ইব্রাহিম এই হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । তখন থেকেই হাসপাতালের সেবা কার্য্যক্রম শুরু হয় । এই হাসপাতালের শয্যা সংখ্যা ১০০০ টি ।এই হাসপাতালের স্বাস্থ্য সেবাকার্য্যক্রমকে কয়েকভাগে ভাগ করা যায় । এখানে আছে ইনডোর বিভাগ , আউটডোর বিভাগ , জরুরী বিভাগ ও এ্যাম্বুলেন্স সার্ভিস । তাছাড়াও ডায়রিয়া ট্রেনিং ইউনিট , ইপিআই প্রোগ্রাম , ইওসি কার্য্যক্রম , ডটস কর্ণার , এম,আর ক্লিনিক , মডেল ফ্যামিলি প্লানিং ক্লিনিক , ব্রেষ্ট ফিডিং সেন্টার , সমাজ সেবা কার্য্যক্রম ইত্যাদি ।অত্র এলাকার ৮ টি জেলার বিপুল পরিমান দুস্থ জনগনের সেবা কার্য্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে ।

এক নজরে মেডিকেল কলেজ হাসপাতাল

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর উত্তরবঙ্গের সকল মানুষের চিকিৎসা সেবার প্রধানতম ও একমাত্র ভরসাস্থল। এই হাসপাতাল টি ১৯৬৮ সালে ৬৫ একর জমির উপর ২৫০ টি শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয়। হাসপাতালটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন প্রতিকুলতা থাকা সত্তেও উত্তরবঙ্গের জনসাধারনের চিকিৎসা দিয়ে যাচ্ছে। ১৯৮৬ সালে ২৫০ শয্যা নিয়ে প্রতিষ্ঠা লাভ করে ১৯৭৬ সালে ৫০০ শয্যায় উন্নীত করা হয়, ১৯৯৩ সালে ১০০ শয্যা বর্ধিত করে ৬০০ শয্যায় রুপান্তরীত এবং ২০১০ সালে সর্বশেষ ১০০০ শয্যায় উন্নীত করা হয়।

প্রশাসনিক অনুমোদন প্রাপ্ত ১০০০ শয্যার হাসপাতালে বর্তমানে ১৮০০-২২০০ জন রোগী ভর্তিথেকে চিকিৎসা সেবা গ্রহণ করে। প্রতিদিন বহিঃবিভাগে ১২০০-১৪০০ জন রোগী এবং জরুরী বিভাগে ৪০০-৫০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে। হাসপাতালটিতে বিভিন্ন সময় শয্যা সংখ্যা বাড়ালেও এবং বিপুল জনসংখ্যার চিকিৎসা সেবার পরিধি বাড়ালেও সেতুলনায় জনবল সংখ্য বাড়ানো হয়নি। পরবর্তীতে কিছু পরিমানে চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ালেও অন্যন্য জনবলের সংখ্য বাড়ানো হয় নাই। জনবল ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতি সত্তেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

বর্তমানে হাসপাতালটিতে আধুনিক সিসিইউ সহ মোট ৪২ টি ওয়ার্ড, ১২ টি ওটি, ১০ শয্যার আইসিইউ, ২৫ শয্যার ডায়ালাইসিস ইউনিট, ০৬ শয্যার ডে-কেয়ার ইউনিট, ভায়া সেন্টার, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সেন্টারে রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম চালু রহিয়াছে।

অত্র হাসপাতালে সেবার মান উন্নয়নের জন্য নেফ্রোলজি ওয়ার্ড চালু করা হয়েছে এবং আরও বেশ কয়েকটি বিভাগে শয্যা সংখ্য বৃদ্ধির কাজ চলমান রহিয়াছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হলো ১৭ তলা ভিত বিশিষ্ট ৪৬০ শয্যার ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিট। 

১০ তলা ভিত বিশিষ্ট আইসোলেশন ভবনের ০৬ তলা পর্যন্ত কাজ সুসম্পন্ন হয়েছে এবং ভবনটির কয়েকটি ফ্লোর চালু অবস্থায় আছে, মাল্টিপারপাস ভবন নির্মানের কাজ সুসম্পন্ন হয়ে বুঝিয়ে নেয়ার অপক্ষায় রহিয়াছে। ইমেজিং এন্ড ডায়াগনস্টিক সেন্টার ভবন নির্মানের অপেক্ষায় রয়েছে।